ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপীবাগে সংঘর্ষ: বিএনপির ৮ কর্মী জামিন পাননি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপীবাগে সংঘর্ষ: বিএনপির ৮ কর্মী জামিন পাননি

নির্বাচনের প্রচারণার সময় গোপীবাগে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের মামলায় বিএনপির ৮ কর্মী জামিন দেননি আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব পাঁচজনকে কারাগারে এবং তিনজনকে রিমান্ডের আদেশ দেন।

এদিন গ্রেপ্তার গোলাম মোহাম্মদ বুলবুল, রাব্বি ইসলাম ও আনোয়ার হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর জুলফিকার আলী। জামিল আহম্মেদ তুহিন, বিল্লাল হোসেন, সোহেল, ফারুক ও আকরাম হোসেন মুন্নাকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামিদের পক্ষে খোরশেদ মিঞা আলম তিন আসামির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অপর পাঁচ জনের জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর ৫ আসামিরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

গত ২৭ জানুয়ারি ৫ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গোপীবাগে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাকসুদ আহমেদ মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত গেল ২৬ জানুয়ারি দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রচারণা চালানোর সময় সংঘাতের ঘটনা ঘটে। এসময় সংবাদকর্মীসহ বেশ কয়েকজন হয় এবং সংঘর্ষের জন‌্য আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করে।

 

ঢাকা/মামুন খান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়