ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ধর্ষণের মামলায় সাফাতের গানম্যান রহমতের জামিন স্থগিত

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ষণের মামলায় সাফাতের গানম্যান রহমতের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামি সাফাত আহমদের গ্যানম্যান রহমত আলীকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই আসামিকে নিয়মিত আপিল করতে বলা হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু রাইজিংবিডিকে বলেন, গত ১১ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রহমত আলীকে জামিন দেন। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ সেই আবেদনের শুনানি নিয়ে রহমত আলীর জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

গত ২৭ মে রহমত আলীকে গ্রেপ্তার করে পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ