ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজউক কর্মচারীর ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৪ অক্টোবর ২০২০  
রাজউক কর্মচারীর ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ মহিউদ্দিন ও তার স্ত্রীর নামে প্রায় ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোহাম্মদ মহিউদ্দিন অসাধু উপায়ে নিজে ও তার স্ত্রী মাহবুব আরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭১ লাখ ৭৪ হাজার ৯১৩ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া ১০ লাখ ৪২ হাজার ৭৩৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দুদকে দাখিলকরা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। মহিউদ্দন দম্পতির বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তাদের নামে স্থাবর-অস্থাবর সম্পদে রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনও শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এম এ রহমান/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ