ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসলামী খেলাফত আন্দোলনের নেতার স্ত্রীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২২ অক্টোবর ২০২০  
ইসলামী খেলাফত আন্দোলনের নেতার স্ত্রীর কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ইসলামী খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর স্ত্রী লাইলী বেগমকে (৬৫) ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে। 

রায় ঘোষণার সময় লাইলী বেগম অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

লাইলী বেগম জ্ঞাত আয় বর্হিভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন জেনে ২০১৪ সালের ২৮ মে দুদক তাকে, তার স্বামী আতিকুর রহমান নান্নু মুন্সীকে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী সাত দিনের মধ্যে দাখিলের নোটিশ পাঠায়। 

নোটিশ পাওয়ার পরও লাইলী বেগম নিজের, স্বামীর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। পরে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। একই ব্যক্তি মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১২ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। 

পরের বছর ৭ জুন লাইলী বেগমের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। আদালত মামলাটিতে তিন জনের সাক্ষ্যগ্রহণ করেন।

দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন মাহমুদ হোসেন (জাহাঙ্গীর)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শোয়েব ইসলাম বাবু।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়