ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পি কে হালদারের দুই সহযোগী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৪৯, ২১ জানুয়ারি ২০২১
পি কে হালদারের দুই সহযোগী রিমান্ডে

২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী আয়কর আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন দুই আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। দুই আসামির পক্ষে এক আইনজীবী শুনানি করতে যান। তবে ওকালতনামায় আসামির স্বাক্ষর না থাকায় আদালত তাদের শুনানি শোনেননি। এরপর আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে সকাল ১০টায় ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। তারও আগে ৪ জানুয়ারি পিকে হালদারের নিকটতাত্মীয় শঙ্খ বেপারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদারের বিদেশ পালিয়ে যান। গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়