ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অভিজিৎ হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২১ জানুয়ারি ২০২১  
অভিজিৎ হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি ২৭ জানুয়ারি

বিজ্ঞানমনস্ক লেখক এবং মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ শুনানির তারিখ আগামী ২৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলামকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলাটিতে অভিযোগপত্রভূক্ত ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের পেশকার পারভেজ ভূঁইয়া এসব তথ্য জানান।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

ঢাকা/মামুন/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়