ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনে র‌্যাবের টহল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৪ এপ্রিল ২০২১  
লকডাউনে র‌্যাবের টহল 

করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ কঠোরভাবে নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে র‌্যাব। 

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সারা দেশে তারা এ কার্যক্রম শুরু করে।  র‌্যাব এর লিগাল অ্যান্ড মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মইন রাইজিংবিডিকে বলেন, সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি পালনে প্রতিটি সদস্য কাজ করেছে।  একই সঙ্গে মানুষ যেন ঘরে থাকে, স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা যায় সে বিষয়টিও সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। 

র‌্যাব জানায়, সকাল থেকে র‍্যাব ফোর্সেস এর চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট প্যাট্রোলিং কার্যক্রম দেশব্যাপী চলমান রয়েছে। চেকপোস্টে বিনা প্রয়োজনে সবাইকে ঘরের বাইরে না যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হয়। সরকারি বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মুভমেন্ট পাস নিয়ে যাওয়ার প্রতি উৎসাহিত করা হয়।  জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।  সচেতনতা তৈরিতে মানুষের মাঝে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়।

মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়