ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৮ মে ২০২১   আপডেট: ১৩:১০, ১৮ মে ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 
 
মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। 

এর আগে আজ সকাল সাড়ে ৭টার কিছু পর তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। মামলায় তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার আদালতে রিমান্ড আবেদন করেন।

সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন‌্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ‌্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তারা দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাংবাদিকরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ‌্য সচিবের পিএসের রুম থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর মধ‌্য রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। 

## আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক রোজিনা ইসলামকে

## ‘সরকার নয়, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে রোজিনা’

## স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত

## সাংবাদিক রোজিনা ইসলাম আক্রোশের শিকার, বলছে প্রথম আলো

## শাহবাগ থানার সামনে সাংবাদিকদের বিক্ষোভ

## যে অভিযোগ আনা হলো সাংবাদিক রোজিনার বিরুদ্ধে

## সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগে সাংবাদিক আটক, শাহবাগ থানায় মামলা

ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়