ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৮ জুন ২০২১   আপডেট: ১৪:২৯, ১৮ জুন ২০২১
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও এর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি রাইজিংবিডিকে বলেন, ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা ওই ব্যাংকের শাখা ম্যানেজার সরিয়ে নিয়েছেন বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। আমরা দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ব্র্যাঞ্চের ক্যাশ ইনচার্জ রিয়াজুল হক ও ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ নামে দুজনকে আটক করা হয়েছে। ব্যাংক শাখাটির ইন্টারনাল অডিটে টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে।

ওসি জানান, তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে মামলা হস্তান্তর  করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে মূলত অডিটের সময় টাকা উদ্ধারের বিষয়টি ধরা পড়ে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। টাকা উধাও এর বিষয়টি নিশ্চিত হতে ওই ব্যাংকের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ