ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনি কানেকশনে রাজের বাসায় অভিযান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ৪ আগস্ট ২০২১   আপডেট: ২১:২৩, ৪ আগস্ট ২০২১
পরীমনি কানেকশনে রাজের বাসায় অভিযান 

নজরুল ইসলাম রাজ ও পরীমনি (ফাইল ফটো)

পরীমনিকে আটকের পর রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান পরিচালনা করছে র‌্যাবের একটি বিশেষ দল। 

বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার পর পরই রাজের বনানীর ব্লক-জি, রোড নম্বর-৭ এর ৪১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে র‌্যাব কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন রাইজিংবিডিকে বলেন, ‘অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।’

এর আগে বিকেল ৪টার পর চিত্র নায়িকা পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। প্রায় ৪ ঘণ্টা অভিযান শেষে পরীমনিকে বিপুল পরিমাণ মদসহ বাসা থেকে আটক করে। পরীমনি বাসার ভেতরে মিনি মদের বার পাওয়া গেছে। যেখানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ সাজিয়ে রাখা ছিল। আছে আসর বসানোর পাশ্চাত্য ধাচের সব আসবাব। 

নজরুল ইসলাম চলচ্চিত্র অঙ্গনের বেশ পরিচিত মুখ। তিনিও পরীমনির সঙ্গে ব্ল্যাকমেইল-সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে র‌্যাবের কাছে প্রাথমিক তথ্য আছে।

ঢাকা/মাকসুদ/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়