ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দালালি করে কোটি টাকার মালিক, অবশেষে গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৪ সেপ্টেম্বর ২০২১  
দালালি করে কোটি টাকার মালিক, অবশেষে গ্রেপ্তার

দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে র‍্যাব সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী  পরিচালক এন এম ইমরান খান বলেন, এ বিষয়ে আজ কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। 

র‍্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জাল টাকা, বিদেশি মুদ্রা ও মাদক উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে টেকনাফ বন্দরে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু এই চাকরির সুবাদে তিনি বন্দর এলাকায় বিভিন্ন ধরনের দালালির কাজ করতো। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নিশ্চিত হওয়ার পর নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 
 

মাকসুদ/সারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়