ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইভ্যালির রাসেলের আরও ৫ দিনের রিমান্ড আবেদন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির রাসেলের আরও ৫ দিনের রিমান্ড আবেদন 

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলেকে আদালতে হাজির করেছে ধানমন্ডি থানা পুলিশ। আরও এক মামলায় তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘ইভ্যালির রাসেলের বিরুদ্ধে আরও একটি মামলা করেন এক ভুক্তভোগী গ্রাহক। সেই মামলায় রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করেন আরেক গ্রাহক। ওই দিন বিকেলে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গুলশান থানায় প্রতারণার দায়ে রাসেল দম্পতিকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আরেক বিনিয়োগকারী ৩৬ লাখ টাকার প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত সেই মামলায় রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: ইভ্যালির রাসেলের একদিনের রিমান্ড, কারাগারে শামীমা

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আদালতে মামলা

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়