ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ১২০০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২১ এপ্রিল ২০২২   আপডেট: ১২:১১, ২১ এপ্রিল ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ১২০০

ফাইল ছবি

নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ জনকে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি রাইজিংবিডিকে বলেন, মামলায় আসামি হলেন নিউমার্কেট ব্যবসায়ী, কর্মচারী ও শিক্ষার্থী রয়েছেন।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। সেই সঙ্গে অজ্ঞাত হিসেবে ব্যবসায়ী ও কর্মচারীর নাম দেওয়া হয়েছে এবং ঢাকা কলেজের ৭০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া বিস্ফোরকদ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা দেড় থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সংঘর্ষের ঘটনায় নিহত মো. নাহিদের বাবা বাদি হয়ে মামলা করেন। এনিয়ে এ ঘটনায় ৪টি মামলা হলো।

সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় ২ জন মারা যান।

পড়ুন: সকালে খুলছে নিউমার্কেটের দোকানপাট

নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়