ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউমার্কেট থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩ 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৮ মে ২০২১  
নিউমার্কেট থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩ 

রাজধানীর নিউমার্কেট থেকে ২৮৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। 

শনিবার (৭ মে) দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো এক বার্তায় এ তথ‌্য জানানো হয়। সেখানে বলা হয়, শনিবার (৮ মে) সকাল ৯টার পর নিউমার্কেটের বলাকা শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তিন জন হলেন, আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য মো. সবুজ মিয়া, মো. কামরুজ্জামান ও মো. আজিমুল। 

র‌্যাব কর্মকর্তারা জানান, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে আসেন এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করেন। প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে তারা মাদক পাচার করে আসছিলেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়