ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই কিশোরীকে ধর্ষণ: তিন জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২২
দুই কিশোরীকে ধর্ষণ: তিন জনের যাবজ্জীবন

আড়াই বছর আগে রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন-সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আকতার আলী (৩৮)। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়ছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

সজল নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

জানা যায়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরের বাড়িতে আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় নক করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের গণধর্ষণ করেন।

ওই ঘটনায় ওই দুই তরুণী থানায় হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়