ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদেশে যেতে আদালতের অনুমতি নিতে হবে বিডিনিউজের সম্পাদককে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১ ডিসেম্বর ২০২২  
বিদেশে যেতে আদালতের অনুমতি নিতে হবে বিডিনিউজের সম্পাদককে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বিচারিক আদালতের দেওয়া জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। তবে, বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে রায়ে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট শাহরিয়ার কবির ও ব্যারিস্টার মাহবুব শফিক।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি জানিয়ে জানিয়েছেন, আদালত তৌফিক ইমরোজ খালিদীর জামিন বহাল রেখেছেন। তবে, বিদেশ যেতে হলে তাকে বিচারিক আদালতের অনুমতি নিতে হবে। আদালত রুল নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন।

২০২০ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তৌফিক ইমরোজ খালিদীকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। ওই বছরের ৮ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২০২০ সালের ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ ওই মামলা দায়ের করেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়