ঢাকা     বুধবার   ০৬ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩০

জামিন পেলেন আমান-জুয়েল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ৮ ডিসেম্বর ২০২২  
জামিন পেলেন আমান-জুয়েল

বিএনপি নেতা আমান উল্লাহ আমান

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে অসুস্থ বিবেচনায় তাদের জামিনের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহিদুল আলম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাদের পক্ষে জামিন আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়