ডিবি কার্যালয়ে ফারদিনের সহপাঠীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে মৃত্যুর ঘটনার তথ্য প্রমাণ দেখতে মিন্টু রোডের ডিবি কার্যালয় গেছেন তার সহপাঠীরা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ডিবি প্রধানের সঙ্গে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেছেন তারা।
ডিএমপি গণমাধ্যম শাখার প্রধান মো. ফারুক হোসেন রাইজিংবিডিকে বলেন, বুয়েটের একটি প্রতিনিধিদল ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে এসেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফারদিনের সহপাঠীরা বলছেন, ফারদিন কিভাবে এবং কেন আত্মহত্যা করেছেন তা তারা দেখার জন্য মূলত ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তাদের সন্দেহ ফারদিন আত্মহত্যা করতে পারে না।
এদিকে, নিহতের বাবা কাজী নুরউদ্দিন রানা বলেছেন, তাকে যা বলা হচ্ছে তা অবিশ্বাস্য। ফারদিন ব্রিজ থেকে যে ঝাঁপ দিয়েছে তার সুনির্দিষ্ট ছবি আমি দেখতে পাইনি। ফারদিন যে ব্রিজ থেকে লাফ দিয়েছে সে বিষয়টিকে নিশ্চিত করবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ নভেম্বর) শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ খবরে তার পরিবার ঘটনাস্থলে গিয়ে ফারদিনকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শরীরে জখমের চিহ্ন ছিল। পরে এ ঘটনার তিনদিন পর নিহতের বাবা রানা বাদি হয়ে রামপুরা থানায় নিহতের বান্ধবী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
ইতোমধ্যে মামলাটি সুষ্ঠু ও দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
/মাকসুদ/সাইফ/