ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফারদিনের মৃত্যু নিয়ে যা বললেন শিক্ষার্থীরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:৩৯, ১৭ ডিসেম্বর ২০২২
ফারদিনের মৃত্যু নিয়ে যা বললেন শিক্ষার্থীরা 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় আর কোনও কর্মসূচি দেবে না বুয়েট শিক্ষার্থীরা। তবে ফারদিনের পরিবার কোন যৌক্তিক পদক্ষেপ নিলে সেখানে তারা থাকবে। পাশাপাশি ঘটনার সঙ্গে যে তথ্য দিয়েছে তা অনেকটাই মিল আছে বলে শিক্ষার্থীরা মনে করছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বুয়েট ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ফারদিন হত্যার বিষয়ে বিবি ও র‍্যাব যে ব্যাখ্যা দিয়েছে তাতে আমাদের আর কোনও সন্দেহ নেই। ফারদিনের মোবাইলের শেষ লোকেশন আর সুলতানা কামাল ব্রিজের যে স্থান থেকে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়েছে; সেই দুই স্থানের লোকেশন মিলে যায়। সেখান থেকে ১৫ মিনিটের মধ্যেই ফারদিনের ঘড়ি বন্ধ হয়ে যায়। তাই এ তথ্যের ওপর ভিত্তি করে বলা যায় যে ব্যক্তিটি নদীতে ঝাঁপ দিয়েছিল, তিনি ছিলেন ফারদিন।

ফারদিন যে ওই রাতে এত জায়গায় ঘুরেছে তার প্রমাণ মোবাইলের কথোপকথন থেকে দেখা যায়। ওই রাতে ফারদিনের মোবাইলের লোকেশনগুলো এবং সেই সময়ে তার মোবাইল কথোপকথন এটাই প্রমাণ করে যে ফারদিন তার মোবাইল দিয়ে কথা বলেছিল এবং তখন বিভিন্ন স্থানে ঘুরছিলেন।

তারা বলেন, ফারদিন হত্যাকাণ্ডে লেগুনার ড্রাইভারের কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি। এমনকি চনপাড়া বস্তি কিংবা মাদক গ্যাং রায়হানের সঙ্গেও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে আত্মহত্যার মোটিভের বিষয়ে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আমরা সে বিষয়টি নিয়ে তাদের তদন্ত করার অনুরোধ করেছি।

উল্লেখ্য, ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে থেকে গত তিন দিন তিনি নিখোঁজ ছিলেন। পরে তার বাবা এ ঘটনায় রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে ফারদিন হতাশা থেকে আত্মহত্যা করেছেন। তবে এ দাবি মানতে নারাজ তার পরিবার। তারা বলছেন, এটি হত্যাকাণ্ড। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক।  

ঢাকা/মাকসুদ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়