ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:৫৮, ২৩ জানুয়ারি ২০২৩
বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই বাসটিও। 

গ্রেপ্তার গাড়িচালকের নাম লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। লিটনের বাড়ি ভোলা জেলার ইলিশা গ্রামে। আবুল খায়েরের বাড়ি ভোলার বিদুরিয়া থানায়। 

রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করা হয়। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়