ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের সন্দেহ ফাঁসি, পরিবার বলছে অসুস্থতা

প্রকাশিত: ১২:১৭, ২৩ জানুয়ারি ২০২৩  
পুলিশের সন্দেহ ফাঁসি, পরিবার বলছে অসুস্থতা

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সাজ্জাদ (১৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, আমারা খবর পেয়ে আজ সাড়ে আটটার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন:

স্বজনদের সাথে কথা বলে জানা যায় ভিকটিম পেশায় একজন লিফ্টম্যান কর্মী ছিল। সে বেশ কিছুদিন ধরে সে অসুস্থ ছিল। আজ তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, ভিকটিমের গলায় অর্ধ চন্দ্র দাগ পরিলক্ষিত হওয়ায় সন্দেহ হয়। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার, মোল্লার হাট গ্রামের উজ্জ্বল গাজীর ছেলে ছিল সে। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ছোট বটতলায় পরিবারের সাথে থাকতো সে।

/বুলবুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়