ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফাঁসির রায় শুনে আসামি বললেন ‘শুকরিয়া ভালো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৫০, ৩১ জানুয়ারি ২০২৩
ফাঁসির রায় শুনে আসামি বললেন ‘শুকরিয়া ভালো হয়েছে’

তিন বছর আগে রাজধানীর দক্ষিণখানে স্ত্রী ও ছেলে-মেয়েকে খুনের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জুনিয়র সহকারী ম্যানেজার রাকিব উদ্দিন আহম্মেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ আদেশ দেন।

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ফাঁসির রায় শুনে কাঠগড়ার মধ্যে সেজদাহ দেন তিনি। আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন এবং শুকরিয়া আদায় করেন। বলতে থাকেন, ‘ভালো হয়েছে’।

রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

পড়ুন- ‘বাবা, তুমি কি আমাকে মেরে ফেলবে?’

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী মুন্না রহমান। তিনি বলেন, জুয়ার কারণে এ ঘটনা ঘটেছে। সাংবাদিকদের এ বিষয়ে লেখার অনুরোধ জানান তিনি। 

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, উচ্চ আদালতও এ রায় বহাল থাকবে।

আসামি রায়ের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আসামি নিজেও চেয়েছিলেন তার ফাঁসির রায় হোক। তিনি তার মৃত ছেলে-মেয়ের কাছে যেতে চান।

এদিকে রায় ঘোষণার আগে বিচারক বলেন, আসামি ঠাণ্ডা মাথায় তিন ব্যক্তিকে হত্যা করেছে। আদালত মনে করে, তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন। 

ঢাকা/মামুন/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়