ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভুল বুঝে ৯৯৯-এ ফোন, তরুণ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৩  
ভুল বুঝে ৯৯৯-এ ফোন, তরুণ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

কথিত হিজরতে যোগ দেওয়ার জন্য ঘর ছাড়ে কুমিল্লার এক তরুণ (২৬)। তবে এ পথ যে ভুল সে বুঝতে পারে আর, ফোন করে ৯৯৯-এ নিজেকে আত্মসমর্পণ করার কথা জানায়। পরে পুলিশ তাকে বাসা থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে এ ঘটনা ঘটে। রাতে উত্তর খান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ রাইজিংবিডিকে বলেন, তাকে থানা হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন ওই তরুণ।  তিনি জানান গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার বাড়ি থেকে টাকা নিয়ে আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্কীয়ায় যোগ দেওয়ার জন্য ঘর ছেড়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিলো। তবে নিজের ভুল পথে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপরই সিদ্ধান্ত নেন পুলিশের কাছে আত্মসমর্পণের। ৯৯৯-এ ফোন করেন। নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে স্বাভাবিক জীবনের আকৃতিও জানান। 

তবে ওই তরুণের নাম-পরিচয় কিংবা বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়