ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপিল খারিজ, চাকরিতে ফিরতে পারবেন না দুদকের সেই শরীফ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৬ মার্চ ২০২৩   আপডেট: ১৩:১৯, ১৬ মার্চ ২০২৩
আপিল খারিজ, চাকরিতে ফিরতে পারবেন না দুদকের সেই শরীফ

কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: দুদকে চাকরি ফিরে পেতে রিট করলেন শরীফ

রায়ে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধি অনুসারে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া দুদক কর্মকর্তা-কর্মচারীদের চাকুরিচ্যুত করা যাবে। চাকরি ফেরত পাবে না বহিষ্কৃত দুদক কর্মকর্তা।

আরও পড়ুন: বছরজুড়ে আলোচনায় দুদকের ‘শরীফ’

২০০৮ সালের দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি অনুযায়ী গত বছর ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক।

এরপর ৫৪(২) বিধি ও এই বিধির ক্ষমতাবলে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ গত বছর হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুন: এয়ারলাইন্স কোম্পানিতে ‘সিইও’র প্রস্তাব পেলেন সেই শরীফ

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়