ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: আরও একজন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ১৪:১৯, ১৮ মার্চ ২০২৩
ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: আরও একজন গ্রেপ্তার

ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. সোহেল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে ডিবি প্রধান হারুন অর রশিদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, শুক্রবার (১৭  মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: মূলহোতা আকাশসহ দুজন রিমান্ডে

এর আগে গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ-বাংলা ব্যাংকের চারটি বাক্সে করে মোট সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়। পরে ওই দিনই ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারটি বাক্সের মধ্যে তিনটি বাক্স উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সিকিউরিটি কোম্পানির ২ পরিচালকসহ ৭ জনকে। এখন পর্যন্ত ছিনতাই হওয়া সাড়ে ছয় কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

ঢাকা/মাকসুদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়