ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবা খালাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২০ মার্চ ২০২৩  
শিশু হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবা খালাস

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জের ধরে হৃদওয়ান ইসলাম বিভোর (১১) নামের এক শিশুকে হত্যার দায়ে আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে, আল আমিনের বাবা আব্দুর মান্নান মুন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পেয়েছেন।

সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮ এর বিচারক সৈয়দা হাফছা ঝুমা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জানা যায়, বাড়ি পুনঃনির্মাণে বাধা দেওয়ায় আসামিদের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল বাদী নজরুল ইসলাম বাবুর। এটাকে কেন্দ্র করে ২০১৭ সালের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় বাদীর বাসার সামনে তার ছেলে হৃদওয়ান ইসলাম বিভোর (১১) খেলা করা অবস্থায় আসামি আল আমিন এলোপাথারিভাবে কিল-ঘুষি মারে। একপর্যায়ে আসামি আল আমিন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বিভোরকে কুপিয়ে মারাত্মক জখম করে। মুমূর্ষু অবস্থায় বিভোরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতে নজরুল ইসলাম বাবু যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কে এম আজিজুল হক ২০১৭ সালের ১৯ মার্চ বাবা ও ছেলেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত ২৭ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়