ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এসআই’র ওপর হামলা: তিন মাদক কারবারি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৬ মার্চ ২০২৩  
এসআই’র ওপর হামলা: তিন মাদক কারবারি রিমান্ডে

রাজধানীর তুরাগ থানা এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান খানের ওপর হামলার ঘটনায় তিন মাদক কারবারির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত শনিবার এ আদেশ দেন।

রোববার (২৬ মার্চ) আদালতে তুরাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক লিয়াকত আলী রিমান্ডের তথ্য জানান।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলো—রউফ, মো. রাজু ও মো. ফারুক মিয়া ওরফে টুলু।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) লিয়াকত আলী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

তুরাগ থানার ফুলবাড়িয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে বৃহস্পতিবার কয়েকজন মাদক ক্রয়-বিক্রয় করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতে তুরাগ থানার এসআই মো. শাহিনুর রহমান খানসহ অন্য পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে সেখানে অভিযান চালান। মাদক কারবারিরা পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রউফ পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিল। হঠাৎ করে সে সেখান থেকে বের হয়ে এসআই শাহিনুরের বুক ও পিঠসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। শাহিনুরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়