ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে যুদ্ধাপরাধী নিজামুল হক মারা গেছেন

প্রকাশিত: ১২:৪১, ১৫ জুন ২০২৩  
কারাগারে যুদ্ধাপরাধী নিজামুল হক মারা গেছেন

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কয়েদি মো. নিজামুল হক (৭৬) মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

কারারক্ষী সুলাইমান এ তথ্য জানান। তিনি বলেন, নিজামুল হক একজন মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম আব্দুল মান্নান মিয়া।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়