ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ বছর আত্মগোপনে থাকার পর যুদ্ধাপরাধী রুহুল গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২০ জুন ২০২৪   আপডেট: ১৬:৪৯, ২০ জুন ২০২৪
৮ বছর আত্মগোপনে থাকার পর যুদ্ধাপরাধী রুহুল গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মো. রুহুল কুদ্দুস খান

যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামান খানের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদরে অভিযান চালিয়ে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেপ্তার করে।

এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার রুহুল কুদ্দুস খানকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হবে।

শরিফুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়