নাটোরে কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় মো. আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে শিকলবন্দি করার অভিযোগে আব্দুল আজিজ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান জানান, সুদের টাকা শোধ করতে না পারায় তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে নিজ বাড়িতে ধরে এনে শিকলবন্দি করে রাখেন আজিজ। বিষয়টি অবহিত হওয়ার পরে গতকাল শনিবার রাতে আজিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যান আজিজ। পরে তাকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করেছেন।
আরও পড়ুন: সুদের টাকা না দেওয়ায় শিকলবন্দি কৃষক
ওসি আরও জানান, গতকাল সকালে কৃষক আসাদকে তাঁর বাড়ি থেকে হাত ও পা বেঁধে তুলে নিয়ে আসেন আজিজ। কৃষককে বাড়ির বারান্দার মাজায় শিকল পরিয়ে তালাবদ্ধ করে রেখে তার পরিবারকে টাকা নিয়ে আসার জন্য হুমকি দেন আজিজ। পুলিশ যাওয়ার আগ পর্যন্ত কৃষককে শিকলবন্দি করে রাখা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে সুদের বিনিময়ে ব্যবসায়ী আজিজের কাছ থেকে জমি লিজ শর্তে ৮০ হাজার টাকা নিয়েছিলেন কৃষক আসাদ আলী। দুই বছরে ২০ হাজার টাকা সুদ ও ৩০ হাজার টাকা আসল দেওয়ার পরে অভাবগ্রস্ত হওয়ায় বাকি ৫০ হাজার টাকা দিতে বিলম্ব হচ্ছিল ভুক্তভোগীর। টাকা পেতে দেরি হওয়ায় ওই আজিজ কৃষক আসাদকে তুলে নিয়ে এসে শিকলবন্দি করে রাখেন।
আরিফুল/ মাসুদ