দুর্নীতির মামলায় সাবেক এয়ার হোস্টেসের দণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক এয়ার হোস্টেস নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এস এম জিয়াউর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
কারাদণ্ডের পাশাপাশি শোভাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
জানা যায়, আসামি নাজমীন সিদ্দিক শোভা ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে যোগদান করেন। ২০০৭ সালে তিনি অবসরে যান।
৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়।
ঢাকা/মামুন/এনএইচ