ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপিলের শর্তে দণ্ডপ্রাপ্ত সেই বিচারকের জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৩৭, ১২ অক্টোবর ২০২৩
আপিলের শর্তে দণ্ডপ্রাপ্ত সেই বিচারকের জামিন

হাইকোর্টের আদেশ অমান্য করায় এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সোহেল রানাকে ৩ ঘণ্টার মধ্যে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল করার শর্তে তাকে জামিন দেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: আদালতের আদেশ অমান্য: বিচারককে এক মাসের কারাদণ্ড

এর আগে সকালে একই বেঞ্চ তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। রায়ে সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়।

 

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়