ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সকালে কারাদণ্ড, বিকালে সেই বিচারকের সাজার রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:০৬, ১২ অক্টোবর ২০২৩
সকালে কারাদণ্ড, বিকালে সেই বিচারকের সাজার রায় স্থগিত

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সাজার রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ সাজা স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সাজা স্থগিত করে এ আদেশ দেন। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আদালত অবমাননার দায়ে মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ। কিন্তু ৩ ঘণ্টা পর দুপুরে হাইকোর্টের একই বেঞ্চ তাকে জামিন দেন।

উচ্চ আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়।

উল্লেখ্য, কুমিল্লার একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারক সোহেল রানা হাইকোর্টের ওই আদেশ অমান্য করে বিচার কাজ চালিয়ে যান। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন ওই মামলার আসামি মামুন। 

মামুন//

সর্বশেষ

পাঠকপ্রিয়