ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিগারেট খাওয়া নিয়ে মারামারি, রিকশাচালকের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৯, ২৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৫২, ২৬ অক্টোবর ২০২৩
সিগারেট খাওয়া নিয়ে মারামারি, রিকশাচালকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সিগারেট খাওয়া নিয়ে দুই রিকশাচালকের মধ্যে মারামারিতে লাঠির আঘাতে মো. রমজান (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় জাহাঙ্গীর ওরফে টুণ্ডা জাহাঙ্গীর (৪৮) একজন রিকশাচালককে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে গোলাপবাগ এলাকায় জাহাঙ্গীর নামে এক রিকশাচালক রমজানের কাছে সিগারেট খেতে চান। তিনি সিগারেট দেবে না বলে জানায়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় টুণ্ডা জাহাঙ্গীর লাঠি দিয়ে রমজানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে কয়েক জন লোক তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়