ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

হাজারীবাগে বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:২০, ১৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৫২, ১৩ নভেম্বর ২০২৩
হাজারীবাগে বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১২ নভেম্বর)  রাত সাড়ে ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে  আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নাসরিন আক্তার (৩০) ও  জেসমিন আক্তার (৪৪)। 

ঢামেক  পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে বোনকে হত্যার পরে আরেক বোন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়