ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

রাজধানীর ডেমরায় পরিত্যক্ত বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২০ নভেম্বর ২০২৩  
রাজধানীর ডেমরায় পরিত্যক্ত বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব 

রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। নাশকতার উদ্দেশ্যে সেখানে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম মজুদ করা হয়েছে বলে র‍্যাব জানতে পেরেছে।  

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়ি থেকে দুজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন রাইজিংবিডিকে বলেছেন, ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানিয়েছে, তাদের কাছে গোপন তথ্য ছিল যে, বাসাটিতে সন্দেহভাজন লোকজনের আনাগোনা আছে। সেখানে ককটেল তৈরিও করা হচ্ছে। বাড়িটিতে কেউ থাকে না। এ সুযোগ নিতে পারে দুর্বৃত্তরা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়