ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৯ এপ্রিল ২০২৪  
হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার 

হুমায়ুন আজাদ (ফাইল ফটো)

২০০৪ সালে লেখক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০০৪ সালের বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্ম ওরফে সাবু ওরফে শামীমকে এটিইউ গ্রেপ্তার করেছে। সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে রক্তাক্ত যখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরে অধ্যাপক হুমায়ুন আজাদ জার্মানিতে মারা যান। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়