ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বাংলাদেশে আশ্রয় নিলো ১৮ বিজিপি সদস্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:০২, ১৬ এপ্রিল ২০২৪
বাংলাদেশে আশ্রয় নিলো ১৮ বিজিপি সদস্য

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৮ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, এর আগে ১১ মার্চ বিজিপির ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। উভয় দেশের মধ্যে আলোচনার পর তাদের একটি জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়