ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৭ মে ২০২৪  
৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বড় সায়েক মৌজায় ৩২ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৭ মে) ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বড় সায়েক মৌজায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।

ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক। মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার আরএস ও সিটি ১ নম্বর খতিয়ানের আরএস ২৮ নম্বর দাগ এবং সিটি ৮০৪ নম্বর দাগের ৩২ শতক জমি উদ্ধার করা হয়।  

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়