ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৩০ জুন ২০২৪   আপডেট: ০৯:০৫, ৩০ জুন ২০২৪
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৭

রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জুন) রাতে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৮ জুন) রাতে ঘটনাটি জানার পরপরই অভিযান শুরু হয়। গ্রেপ্তারকৃতরা দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জড়িত একজন ওই নববধূর পূর্ব পরিচিত।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন ও তার সহযোগী পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু।

জানা গেছে, শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় ওই নারী ও তার স্বামী ঘুরতে আসেন। আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের কাছে বনরূপা এলাকার কাছাকাছি আসলে সুমন নামের এক ব্যক্তি ও অজ্ঞাতনামা ৬ জন তাদের জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে এবং মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে তারা নারীর স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ওই নারীর স্বামী ঘটনাস্থল থেকে এসে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। খিলক্ষেত থানার টহলরত পুলিশ ওই নারীর স্বামীকে নিয়ে উদ্ধারে চেষ্টা করে। ওই সময়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। 

মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়