ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১২ জুলাই ২০২৪   আপডেট: ২১:০১, ১২ জুলাই ২০২৪
বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন

হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমানের নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার উচ্চ আদালতের দুই কর্মচারীকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন—এমএলএসএস আব্দুর রশিদ ও মো. হাফিজ। 

শুক্রবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের জামিনের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। আসামিদের পক্ষে মো. আল আমিন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

গত বুধবার রাতে রাজধানী থেকে আব্দুর রশিদ ও মো. হাফিজকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। রাতেই বিচারপতি আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। 

মামলার এজাহারে বলা হয়, বিচারপতি আতোয়ার রহমান ও আলী রেজার বেঞ্চের এমএলএসএস রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস হাফিজ একটি মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়