ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিম্ন আদালতে হামলা

সিএমএম ও সিজেএম আদালতের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:২১, ৪ আগস্ট ২০২৪
সিএমএম ও সিজেএম আদালতের কার্যক্রম বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ চলাকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হামলার ঘটনা ঘটেছে। এ কারণে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১ টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক ভেঙে কিছু দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে আদালত প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং চারদিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরই সাময়িকভাবে এই দুই আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়। 

ঢাকার সিএমএম আদালতের নাজির রেজোয়ান খন্দকার বলেন, সিএমএম আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। কখন কার্যক্রম শুরু হবে- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বলেন, আদালতে হামলার পর বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, যে সকল আসামি আসেনি ওই সকল মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি বন্ধ রয়েছে। তবে কিছু কিছু মামলার শুনানি এখনো চলছে।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম বলেন, যে সকল মামলায় আসামি ও সাক্ষী আসেনি সেসব মামলার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কিছু কিছু মামলার শুনানি চলছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, আজ কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামিবাহী কোনো প্রিজন ভ্যান আসেনি। ঢাকার কেরানীগঞ্জ থেকেও কোনো হাজতি আসামি আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। 

ঢাকা/মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়