ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ডিএমপি’র সব সদস্যকে ছুটি দেওয়ার খবর সঠিক নয়: পুলিশ সদর দপ্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৬ আগস্ট ২০২৪  
ডিএমপি’র সব সদস্যকে ছুটি দেওয়ার খবর সঠিক নয়: পুলিশ সদর দপ্তর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। 

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই উৎফুল্ল ও উত্তেজিত জনতা আনন্দ উদযাপনের পাশাপাশি নানা স্থানে ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে। এদিন দেশের বিভিন্ন থানা ও স্থাপনায় দুর্বৃত্তদের হামলায় অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। রাজধানীর থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়েছে। রাস্তাতেও ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এমন পরিস্থিতিতে গুজব উঠেছে যে, ডিএমপির সব পুলিশ সদস্যকে ছুটি দেওয়া হয়েছে।

মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়