ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৮ আগস্ট ২০২৪  
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছানের পদত্যাগ

মেহেদী হাছান

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। এর আগে পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ।

এদিকে, দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছেন।


 

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়