ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতকে যা বললেন সাবেক আইজিপি শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৪
আদালতকে যা বললেন সাবেক আইজিপি শহীদুল হক

সাবেক আইজিপি শহীদুল হক (ফাইল ফটো)

রিমান্ড শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামানের আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। হত্যা তো দূরের কথা, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমি ন্যায়বিচার চাই।

অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আজ শহীদুল হকের ও মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শহীদুল হকের ৭ এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়