ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. সাদেক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। তিনি বলেন, বিবেকের তাড়নায় ১৬ বছরের কিশোর হৃদয় আন্দোলনে যায়। এজাহারের ২০ নম্বর আসামি দিলীপ কুমার আগরওয়ালা। তার নির্দেশে ও প্রত্যক্ষ-পরোক্ষ মদদে অন্য আসামিরা গুলি চালিয়ে হৃদয়কে হত্যা করে। অর্থের যোগানদাতা দিলীপ কুমার আগরওয়ালা। ছাত্রলীগ-যুবলীগকে অর্থের বিনিময়ে লেলিয়ে দিয়ে হত্যাযজ্ঞ চালায়।

বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করা হয়। সারাদেশে কি নির্বিচারেই না হত্যাকাণ্ড চালিয়েছে! আসামি ধনাঢ্য। দেশে-বিদেশে অনেক কানেকশন। তখনকার সরকারের মদদপুষ্ট হয়ে হত্যা চালিয়েছে। তার রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে এক থেকে চার পর্যন্ত আসামিকে হত্যার নির্দেশদাতা বলা হয়েছে। তিনি (দিলীপ কুমার আগরওয়ালা) তো নির্দেশদাতা না। সুনির্দিষ্ট অভিযোগ নেই। ঘটনাস্থলেও ছিলেন না। কোনোভাবে ঘটনার সাথে জড়িত না। তাছাড়া বিভিন্ন রোগেও আক্রান্ত। রিমান্ড বাতিল ও জামিন প্রার্থণা করছি।

শুনানি শেষে আদালত দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালারকে গ্রেপ্তার করে র্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের নামে গত ২৩ আগস্ট মামলা করেন শাহাদাত হোসেন খান নামের এক ব্যক্তি।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়