ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলাকায় কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ, আদালতকে জ্যাকব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:০৬, ২০ নভেম্বর ২০২৪
এলাকায় কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ, আদালতকে জ্যাকব

সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব।

হত্যা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, “আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ।” 

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক ইমরান আহমেদের আদালতে রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন।

এর আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এ সময় বিচারক জ্যাকবের কাছে জানতে চান আপনার কিছু বলার আছে কি না। পরে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, “আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছে তিনি ভুল করেছেন।” 

তিনি আরও বলেন, “এ মামলায় নাম ঠিকানা ভুল আছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনো যায়নি। আমার রিমান্ড নামঞ্জুর করেন। আপনি ন্যায় বিচার করেন।”

ঢাকা/মামুন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়