ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:০৭, ২৫ নভেম্বর ২০২৪
মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার 

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘‘ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’ 

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইকের চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

বৈঠকে একজন রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে এক দিন মারধর করা হয়। 

ডিএমপি কমিশনার তাকে বলেন, ‘‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’ 

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘‘রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করুন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।’’ 

সোমবার বেলা ১১টার দিকে রিকশাচালকদের দুটি সংগঠন ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা বিভিন্ন দাবি তুলে ধরেন। 

রিকশাচালকরা বলেন, ‘‘পেটের দায়ে অটোরিকশা নিয়ে মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকায় গলিতে ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে মূল সড়কে উঠতে হয়।’’ 

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়