ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৮ নভেম্বর ২০২৪  
হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ

জেসমিন ইসলাম। ফাইল ফটো

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদনটি তিন মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। এর মধ্যে, দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে।

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

এর আগে, ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

২০১৯ সালের ১০ মার্চ রুল মঞ্জুর করে তাকে জামিন দেন হাইকোর্ট বিভাগ। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর আত্মসমর্পণ করেন জেসমিন।

ঢাকা/মামুন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়