ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

জামিন আবেদন করে শুনানিতে গেলেন না শমসের মবিনের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৮ নভেম্বর ২০২৪  
জামিন আবেদন করে শুনানিতে গেলেন না শমসের মবিনের আইনজীবী

যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৬ এর বিচারক সেলিনা আক্তার এ আদেশ দেন।

গত ১৭ অক্টোবর রাজধানীর বনানী থেকে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ঢাকার সিএমএম আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর শমসের মবিন চৌধুরীর জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে যান তার আইনজীবী  সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। 

এদিন জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আইনজীবী শুনানিতে উপস্থিত হননি। আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশ পন্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম এ ঘটনায় মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঢাকা/মামুন//


সর্বশেষ

পাঠকপ্রিয়